দিল্লিতে বায়ুদূষণ রোধে ১০ দিনের জরুরি অবস্থা

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
দীপাবলির আগে দূষণ মোকাবেলায় ভারতের রাজধানী দিল্লিতে ১০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ১০ নভেম্বর তারিখ পযর্ন্ত এই জরুরি অবস্থা জারি থাকবে। সংবাদসূত্র : টাইমস অব ইনডিয়া জরুরি অবস্থার সময় রাজধানী ও সংলগ্ন এলাকায় কোনো ধরনের নিমার্ণকাজে হাত দেয়া যাবে না। করা যাবে না কোনো খোঁড়াখুঁড়ি। পাথরকুচি তৈরি বা ধুলার সৃষ্টি হয়Ñ এমন কিছু করা যাবে না। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ কতৃর্পক্ষ এই নিদের্শ জারি করেছে। নিদের্শ অমান্য করলে ফৌজদারি মামলা দায়ের করা হবে। প্রতি বছর এই সময়ে দিল্লি ও তার আশপাশের এলাকায় দূষণের মাত্রা মারাত্মকভাবে বেড়ে যায়। এর কারণ একাধিক। সব ধরনের নিমার্ণকাজের পাশাপাশি দীপাবলি উপলক্ষে বিস্তর বাজি পোড়ানো হয়। এসবের সঙ্গে যোগ হয় গাড়ির দূষণ। এরসঙ্গে যোগ হয় হরিয়ানা, পাঞ্জাব ও পশ্চিম উত্তরপ্রদেশের চাষের জমিতে কেটে নেয়া ফসলের গোড়া পুড়িয়ে দেয়ার প্রথা। সব মিলিয়ে বাতাসে দূষণের মাত্রা সহনশীলতার চেয়ে বেড়ে যায় কয়েকগুণ বেশি। দূষণজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে দ্রæত। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।