আসিয়া খালাস ইস্যু

কট্টরপন্থিদের সমালোচনা পাক প্রধানমন্ত্রীর

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
পাক প্রধানমন্ত্রী ইমরান খান
যাযাদি ডেস্ক পাকিস্তানের সবোর্চ্চ আদালত আট বছর আগে বøাসফেমি আইনে মৃত্যুদÐ পাওয়া এক খ্রিস্টান নারীকে খালাস দেয়ার পর কট্টরপন্থিদের বিক্ষোভের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি সবাইকে শান্ত থাকারও আহŸান জানিয়েছেন। কট্টরপন্থিদের আক্রমণ করে ইমরান বলেন, ‘তারা তাদের রাজনৈতিক স্বাথের্র জন্য লোকজনকে উসকানি দিচ্ছে।’ কট্টরপন্থিরা ‘ইসলামের কোনো সেবা করছে না’ বলেও দাবি করেন তিনি। বুধবার রাতে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী ইমরান বলেন, এভাবে বিক্ষোভের মাধ্যমে বø্যাকমেইল করলে কোনো সরকার চলতে পারে? আর এর জন্য কারা দুভোর্গ পোহাচ্ছে? পাকিস্তানের কট্টরপন্থিরা কঠোর বøাসফেমি আইনের পক্ষে। আসিয়া বিবির খালাসের রায়ের পর প্রতিবাদে তারা রাস্তায় নেমে পুলিশের সঙ্গে সংঘষের্ জড়ায়। আসিয়া বিবির আইনজীবী জানিয়েছেন, নিরাপত্তার জন্য তাকে বিদেশে সরিয়ে নেয়া দরকার। এদিকে, বেশ কয়েকটি দেশ আসিয়াকে আশ্রয় দেয়ার প্রস্তাব দিয়েছে। মুক্তি পাওয়ার পর তিনি ও তার পরিবার পাকিস্তান ছাড়বেন বলে ধারণা অনেকের। সংবাদসূত্র : বিবিসি