নারীদের খেলনা হিসেবে দেখে উত্তর কোরিয়া

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
উত্তর কোরিয়ায় নারীর ওপর যৌন নিপীড়ন এতটাই বেশি যে এটি সাধারণ জীবনের অংশ হয়ে গেছে। সেখানে নারীদের মানুষ নয়, যৌন খেলনা হিসেবে বিবেচনা করা হয়। উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা নারীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ‘হিউম্যান রাইটস ওয়াচ’ তাদের প্রতিবেদনে এ কথা বলেছে। ৬২ জন নারীর সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এসব নারী সাক্ষাৎকারে যৌন নিপীড়ন ও ধষের্ণর সম্পূণর্ বিবরণ দিয়েছেন। সংস্থাটি জানিয়েছে, এর মাধ্যমে বিশেষ করে ক্ষমতাধর পুরুষদের হাতে নিপীড়নের উন্মুক্ত সংস্কৃতি, গোপন নিপীড়নের তথ্য উন্মোচিত হয়েছে। যৌন নিপীড়নকারীদের মধ্যে রয়েছে দেশটির ক্ষমতাসীন দলের শীষর্পযাের্য়র কমর্কতার্রা, কারারক্ষী, পুলিশ ও সেনা সদস্য। সংবাদসূত্র : বিবিসি