ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে, পাকিস্তানকে হুঁশিয়ারি অমিতের

প্রকাশ | ১৫ অক্টোবর ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
সীমান্তে উসকানি দেওয়ায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেছেন, প্রয়োজন পড়লে আরও সার্জিক্যাল স্ট্রাইক হবে। বৃহস্পতিবার গোয়ায় 'ন্যাশনাল ফরেনসিক ইউনিভার্সিটি'র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তান যদি এভাবে বারবার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে, তাহলে আবারও সার্জিক্যাল স্ট্রাইক হবে। সীমান্তে ভারত কোনোরকম সহিংসতা সহ্য করবে না। সংবাদসূত্র : ইনডিয়া টাইমস ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর। ভারত-পাক সীমান্তের পাক অধিকৃত বালাকোটে ঢুকে হামলা চালিয়েছিল ভারতীয় বিমান বাহিনী। তার ঠিক ১০ দিন আগে উরিতে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিল বেশ কয়েকজন সেনা। শুধু উরি নয়, টার্গেট ছিল পাঠানকোট, গুরুদাসপুরের সেনাঘাঁটিও। প্রতিবেশী দেশের সন্ত্রাসীদের ওই হামলার প্রতিশোধ নিতে 'সার্জিক্যাল স্ট্রাইক' চালিয়েছিল ভারত। ভারতের সেই 'সার্জিক্যাল স্ট্রাইক' নিয়ে সে সময় তোলপাড় পড়ে গিয়েছিল বিশ্বে। অমিত শাহ বলেন, পাকিস্তান যদি বারবার সীমান্তে উসকানি দেওয়া অব্যাহত রাখে, তবে আবারও সার্জিক্যাল স্ট্রাইক চালানো হবে। সীমান্তে সহিংসতা ছড়িয়ে পার পাওয়া সম্ভব নয়।