বোফসর্ মামলা নতুন করে তদন্তের আবেদন খারিজ ভারতের সুপ্রিম কোটের্র

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
বোফসর্ কামান কেনার মামলার নতুন করে তদন্ত করার আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সবোর্চ্চ আদালত সুপ্রিম কোটর্। চলতি বছরের শুরুর দিকে বিজেপি সরকারের সম্মতি মেলার পর বোফসর্ মামলা পুনরায় শুরু করার আবেদন জানিয়েছিল সিবিআই। কিন্তু সিবিআইয়ের সেই আবেদন খারিজ করে শুক্রবার সবোর্চ্চ আদালত জানায়, এই মামলার নতুন করে তদন্ত শুরু করার কোনো প্রয়োজন নেই। ফলে কাযর্ত চিরতরে বন্ধ হয়ে গেল এই মামলা। আর আদালতের এই আদেশে বড় ধরনের স্বস্তি পেল কংগ্রেস। সংবাদসূত্র : ইডয়ান এক্সপ্রেস ২০০৫ সালে দিল্লি হাইকোটর্ বোফসর্ মামলায় সব অভিযুক্তকে নিষ্কৃতি দিয়েছিল, এবং মামলাটি খারিজ করে দেয়। ১৩ বছর পর সরকারের নিদেের্শ গত ২ ফেব্রæয়ারি দিল্লি হাইকোটের্র রায়কে চ্যালেঞ্জ করে সিবিআই। নতুন করে তদন্ত শুরুর আবেদন করা হয়। কিন্তু প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি কুরিয়েন যোশেফ সিবিআইয়ের সেই আদেশ খারিজ করে দেন। বতর্মান পরিস্থিতিতে ভারতের রাজনীতিতে বোফসর্ মামলা নতুন করে গুরুত্ব পেয়েছে। কারণ, রাফায়েল ইস্যুতে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে বিজেপি। তাই নতুন করে বোফসর্ মামলা সামনে আনার চেষ্টা করছিল বিজেপি।