ফেলনা বোতলে শিল্পকমের্র ছেঁায়া

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
নিত্যদিনের প্রয়োজন মেটাতে ব্যবহৃত বিভিন্ন পণ্যের মোড়কজাত বোতলগুলো; যা কাজ ফুরোলে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে মানুষ। অথচ, ফেলনা এসব বোতল দিয়েই চীনের উত্তর-পূবার্ঞ্চলীয় লায়োনিং প্রদেশের ড্যাংডং শহরের শিল্পী লিও জিয়োকি তাক লাগিয়ে দিয়েছেন অসাধারণ এক শিল্পকমর্ তৈরি করে। অবশ্য, প্রথম দিকে লিও বছরের পর বছর ধরে সংগৃহীত পুরাতন মদের বোতল দিয়ে এ ভাস্কযির্ট গড়ে তোলার পরিকল্পনা করা হলেও পরবতীর্ সময়ে বিতকর্ এড়াতে বেছে নেন চীনের কোমল পানীয়ের ব্যবহৃত বোতল। নীল ও সাদায় মোড়ানো এক হাজার বোতল দিয়ে এ ভাস্কযির্ট তৈরি করতে তার সময় লেগেছে এক সপ্তাহ Ñসিজিটিএন