সরকারের সমালোচনা করা আটক সৌদি যুবরাজ তালাল মুক্ত

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
যুবরাজ খালেদ বিন তালাল
সৌদি সরকারের দুনীির্তবিরোধী অভিযানের সমালোচনা করায় আটক যুবরাজ খালেদ বিন তালাল প্রায় এক বছর পর মুক্তি পেলেন। শুক্রবার সৌদি কতৃর্পক্ষ তাকে মুক্তি দিয়েছে বলে তার স্বজনরা জানিয়েছেন। যুবরাজ তালালের স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন, যেগুলোতে তাকে তার পরিবারের সঙ্গে দেখা গেছে, ছবিগুলো এই সপ্তাহান্তেই তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রায় ১১ মাস ধরে বন্দি ছিলেন প্রিন্স খালেদ। সংবাদসূত্র : বিবিসি যুবরাজ খালেদ বিন তালাল বতর্মান বাদশাহ সালমান বিন আবদুল আজিজের ভাতিজা। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুনীির্তবিরোধী অভিযানের সমালোচনা করায় গত বছরের নভেম্বরে তাকে আটক করা হয়। ওই অভিযানে খালেদের ভাই যুবরাজ আল-ওয়ালিদ বিন তালালসহ শতাধিক যুবরাজ ও সরকারি কমর্কতাের্ক আটক করা হয়েছিল। আল-ওয়ালিদ জানুয়ারিতে সৌদি সরকারের সঙ্গে অলিখিত চুক্তির বিনিময়ে মুক্তি পান। তবে খালেদকে কী কারণে আটক রাখা হয়েছিল, কেন তাকে ছেড়ে দেয়া হয়েছে, সে সম্পকের্ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সৌদি সরকার। ক্ষমতা সুসংহত করতে যুবরাজ সালমানই সে সময় এ অভিযান চালিয়েছিলেন বলে ইঙ্গিত বিশ্লেষকদের। ওই দুনীির্তবিরোধী অভিযান থেকে ১০০ বিলিয়ন ডলারের বেশি অথর্ পুনরুদ্ধার সম্ভব হয়েছিল বলে চলতি বছরের জানুয়ারির শেষে সৌদি আরবের শীষর্ কেঁৗসুলির কাযার্লয় জানিয়েছিল। শুক্রবার টুইটারে যুবরাজ খালেদের ছবি পোস্ট করে তার ভাতিজি প্রিন্সেস রিম বিনতে আল-ওয়ালিদ লিখেছেন, ‘আপনার নিরাপত্তার জন্য আল্লাহকে ধন্যবাদ।’ অন্য স্বজনরা কয়েক বছর ধরে কোমায় থাকা ছেলেকে খালেদের চুমু ও জড়িয়ে ধরার ছবি পোস্ট করেছেন। গত মাসে তুরস্কে সৌদি কনস্যুলেটের ভেতরে রাজপরিবারের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়। ওই ঘটনায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্যাপকভাবে রাজপরিবারের ভেতরে ও আন্তজাির্তক চাপের মুখে রয়েছেন। ধারণা করা হচ্ছে, এই চাপের কারণেই হয়তো আটক যুবরাজদের মুক্তি দিতে শুরু করেছেন তিনি। সংকট মোকাবেলায় রাজপরিবারের ভেতরে সমথর্ন বাড়ানোর চেষ্টায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা পযের্বক্ষকদের।