আস্থা ভোটে জিততে তামিলদের মুক্তি দিচ্ছেন রাজাপাকসে

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
পালাের্মন্টে আস্থা ভোটে জিততে তামিলদের মন জয় করতে মরিয়া হয়ে উঠেছেন সদ্য ক্ষমতাসীন শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ফলে, দ্বীপরাষ্ট্রে তাদের জন্য আলাদা ভ‚খÐের দাবি জানাতে গিয়ে গত ৩০ বছরে যে প্রচুর তামিলকে জেলে যেতে হয়েছে, এবার হয়তো তারা সবাই মুক্তি পাচ্ছেন। সংবাদসূত্র : এবিপি নিউজ, এনডিটিভি মাহিন্দা রাজাপাকসের ছেলে নমিল তার টুইটে লিখেছেন, ‘এ ব্যাপারে সরকারি সিদ্ধান্ত খুব শিগগিরই ঘোষণা করবেন প্রেসিডেন্ট সিরিসেনা ও প্রধানমন্ত্রী রাজাপাকসে।’ তামিলদের জন্য স্বতন্ত্র ভ‚খÐের দাবিতে ৩০ বছর আগে সরব হয়েছিল ভেলুপিল্লাই প্রভাকরণের হাতে গড়া ‘লিবারেশন টাইগাসর্ অব তামিল ইলম’ (এলটিটিই)। তারই জেরে গত তিন দশকে বহু তামিলকে জেলে যেতে হয়। তাদের রাজনৈতিক বন্দির মযার্দা দিতেও অস্বীকার করা হয়। ২০০৯ সালে লংকান বাহিনীর হাতে প্রভাকরণ নিহত হওয়ার পর এলটিটিই কাযর্ত নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় দেশটির বিভিন্ন জেলে দীঘির্দন ধরে বন্দি তামিলদের মুক্তির বিষয়টি গুরুত্ব পায়নি। ৯ বছর আগে যখন প্রভাকরণ নিহত হন, তখন রাজাপাকসেই ছিলেন দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট।