উত্তর কোরিয়া পরমাণু কমর্সূচিতে ফিরে যাওয়ার হুশিয়ারি

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করে বলেছে, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরোপ করা কঠোর অথৈর্নতিক অবরোধ ওয়াশিংটন তুলে না নিলে তারা আবারও পরমাণু অস্ত্র তৈরির রাষ্ট্রীয় নীতিতে ফিরে যাওয়ার কথা ‘গুরুত্বের’ সঙ্গে বিবেচনা করবে। বছরের পর বছর ধরে উত্তর কোরিয়া দেশের অথর্নীতির পাশাপাশি তাদের পারমাণবিক সক্ষমতা অজের্নর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বৈরিতার অবসান ঘটিয়ে কোরীয় উপদ্বীপকে ঘিরে নতুন একটি শান্তি পরিকল্পনার কথা উল্লেখ করে গত এপ্রিলে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন পারমাণবিক কমর্সূচির বন্ধ করার ঘোষণা দিয়ে বলেন, তার দেশ এখন থেকে ‘সমাজতান্ত্রিক অথৈর্নতিক নিমাের্ণর’ ওপর বেশি জোর দেবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে অবরোধ প্রশ্নে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান না বদলালে উত্তর কোরিয়া তাদের পরমাণু কমর্সূচি বিষয়ে দেশটির আগের রাষ্ট্রীয় নীতিতে ফিরে যেতে পারে। শুক্রবার রাতে উত্তর কোরিয়ার সরকারি বাতার্ সংস্থা ‘কেসিএনএ’ জানায়, এ ক্ষেত্রে পিয়ংইয়ং তাদের আগের অবস্থানে ফিরে যাওয়ার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সংবাদসূত্র : এএফপি অনলাইন