কাবুলে হামলায় মাকির্ন সেনা নিহত : ন্যাটো

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও স্বপক্ষের হামলায় শনিবার এক মাকির্ন সেনা নিহত ও অপর একজন আহত হয়েছে বলে জানিয়েছে ন্যাটো। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। ২২ অক্টোবর পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশ ও ১৮ অক্টোবর দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে একই ধরনের হামলা চালানো হয়েছে। তালেবান এই হামলা দুটির দায়িত্ব স্বীকার করে। ন্যাটোর শীষর্ কমর্কতার্ ও আফগানিস্তানে মাকির্ন কমান্ডার জেনারেল স্কট মিলার এই হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তবে পরে এতে ঊধ্বর্তন এক পুলিশ কমর্কতার্ মারা যান। ন্যাটোর রিসোল্যুট সাপোটর্ মিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিকভাবে জানা গেছে, আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য এই হামলা চালিয়েছে।’ এতে আরও বলা হয়, আফগান বাহিনীর অন্য সদস্যদের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। এ নিয়ে চলতি বছর এ ধরনের হামলায় আটজন নিহত হলো। আহত মাকির্ন সেনাকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় রাজধানী বাগরাম বিমানঘঁাটিতে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদসূত্র : এএফপি অনলাইন