মারা যাননি, তবে মারাত্মক আহত উলফা নেতা পরেশ

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
দুঘর্টনায় ভারতের উলফা নেতা পরেশ বড়–য়া মারা যাননি, কিন্তু গুরুতর আহত হয়েছেন। তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর এমন কথা জানিয়েছেন, সাবেক উলফা নেতা অনুপ চেটিয়া। তিনি বলেছেন, চীন ও মিয়ানমার সীমান্তের চীনা শহর রুইলির কাছে দুঘর্টনার কবলে পড়েন পরেশ। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস ভারতের আসাম পুলিশও জানিয়েছে, উলফা নেতা পরেশ বড়–য়া গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার আসামের একটি অনলাইন সংবাদ মাধ্যমে প্রথম প্রকাশ করা হয়, মিয়ানমার-চীন সীমান্তে দুঘর্টনায় নিহত হয়েছেন উলফার (স্বাধীনতা) প্রধান পরেশ বড়–য়া। পঁাজর ভেঙেই তার মৃত্যু হয়েছে। এরপরই তার মৃত্যু সংবাদ ঘিরে আসামসহ উত্তর-পূবার্ঞ্চল ভারতে ছড়ায় চাঞ্চল্য। একাধিক সংবাদমাধ্যমে এই খবরটি প্রকাশ হলেও কারোর পক্ষেই জানানো সম্ভব হয়নি পরেশ বড়–য়া মৃত না জীবিত। পরে আসামেরই কিছু সংবাদমাধ্যম দাবি করে, পরেশ বড়–য়ার মৃত্যুর খবরটি সত্যি নয়। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন আত্মসমপর্ণকারী সাবেক উলফা নেতা অনুপ চেটিয়া।