ক্যালিফোনির্য়ায় পানশালায় গুলি নিহত ১২

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়ায় একটি পানশালায় (বার) বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রাজ্য পুলিশের সাজের্ন্ট শেরিফ রন হেলাসও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। ওই বন্দুকধারীও মারা গেছেন। তবে কীভাবে তিনি নিহত হয়েছেন তা জানা যায়নি। স্থানীয় সময় বুধবার রাত সোয়া ১১টার দিকে রাজ্যের থাউজেন্ড ওকস এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদসূত্র : বিবিসি স্থানীয় কমর্কতার্রা গুলিতে ১২ জন নিহত এবং সন্দেহভাজন হামলাকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রাজ্য পুলিশ জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বডার্রলাইন বার গ্রিলে এ হামলা হয়। এ সময় পানশালাটিতে প্রায় ২০০ লোক ছিলেন। তারা কলেজ কান্ট্রি মিউজিক নাইটে যোগ দিয়েছিলেন। বন্দুকধারী গুলি করা শুরু করলে অনুষ্ঠানে আসা লোকজন পানশালার দরজা-জানালা ভেঙে বেরিয়ে আসে। কেউ কেউ টয়লেটের ভেতর আশ্রয় নেয়। ভেঞ্চুরা কাউন্টি শেরিফ অফিসের মুখপাত্র এরিক বাসচাও বলেন, ফোনে হামলার খবর পেয়ে তার সহকারীরা সেখানে ছুটে যান। তখনো গুলি চলছিল। সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।