বিজেপি সরকারের সমালোচনায় মুখর সব বিরোধী দল

ভারতে নোট বাতিলের দুই বছর মোদিকে ‘ঠগস অব হিন্দুস্তান’ বলে কটাক্ষ কংগ্রেসের

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
নোট বাতিলের দুই বছর পূণর্ হওয়ার দিন বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের এই অথৈর্নতিক সিদ্ধান্তের আবারও তীব্র সমালোচনা করেছেন অথর্নীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার দাবি, নোট বাতিলের প্রভাব থেকে এখনো মুক্ত হতে পারেনি দেশ। সরকারের ওই বেহিসাবি সিদ্ধান্তের জন্য এখনো দুভোের্গ রয়েছে অসংখ্য মানুষ। শুধু মনমোহন সিং নন, নোট বাতিলের দ্বিতীয় বষর্পূতিের্ত ভারতজুড়ে সব বিরোধী দলের সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। সংবাদসূত্র : এবিপি নিউজ মনমোহন সিং বলেন, ‘সময়ের সঙ্গে নোট বাতিলের ক্ষত বেড়েই চলেছে। তা শুধু গড় জাতীয় উৎপাদন কমিয়ে দেয়াতেই সীমাবদ্ধ নেই। মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগীরা এখনো নোট বাতিলের ধাক্কা সামলে উঠতে পারেননি। ভারতীয় অথর্নীতিতে নোট বাতিলের ধাক্কা প্রভাব ফেলছে কমর্সংস্থানের হারেও। ভারতীয় অথর্নীতিতে এর ধাক্কা কতটা, তা এখনো হিসাব করা যায়নি।’ একই সঙ্গে সরকারের প্রতি মনমোহনের পরামশর্, ভারতের মতো বিশাল দেশে কোনো গুরুত্বপূণর্ সিদ্ধান্ত নেয়ার আগে যথেষ্ট প্রস্তুতি ও ভাবনা-চিন্তা করার প্রয়োজন আছে। তা না হলে ফল ভুগতে হয় ভারতীয় অথর্নীতিকেই, আর ক্ষতিগ্রস্ত হয় কোটি কোটি সাধারণ মানুষ। শুধু মনমোহন নন, নোট বাতিলের দুই বছর পূতির্র দিন ভারতজুড়ে বিরোধীদের তীব্র সমালোচনার বিদ্ধ হচ্ছে মোদি সরকার। নোট বাতিলের সিদ্ধান্তকে ‘তুঘলকি ফরমান’ নাম দিয়েছে কংগ্রেস। উল্লেখ্য, নোট বাতিলের দ্বিতীয় বষর্পূতিের্তই বলিউডে মুক্তি পেয়েছে ‘ঠগস অব হিন্দুস্তান’। সেই প্রসঙ্গ তুলেই দেশটির প্রধানমন্ত্রী মোদিকে ‘ঠগস অব হিন্দুস্তান’ বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি।