ত্রিপুরায় পৌর ভোট

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
অশান্তি ঠেকাতে ভারতের ত্রিপুরার আগরতলার সব কেন্দ্রকেই 'স্পর্শকাতর' ঘোষণা করেছিল রাজ্য নির্বাচন কমিশন। মোতায়েন হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে তার ফল চোখে পড়েনি। কোথাও ভাঙা হয়েছে সিপিএমের ক্যাম্প অফিস। কোথাও রাস্তায় ফেলে পেটান হয়েছে তৃণমূল প্রার্থীকে। রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের অন্য কয়েকটি পৌর এলাকাতেও বৃহস্পতিবার ভোট-সন্ত্রাসের অভিযোগ উঠেছে। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের তীর শাসকদল বিজেপির দিকে। তারপরও নির্বাচনে প্রায় ৭৫ শতাংশ ভোট পড়েছে। আগরতলার একটি ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন -ডেকান হেরাল্ড