শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
অস্ট্রেলিয়ার পার্লামেন্ট

যৌন হয়রানির শিকার ৬৩ শতাংশ কর্মী

যাযাদি ডেস্ক
  ০১ ডিসেম্বর ২০২১, ০০:০০

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পার্লামেন্টের এক-তৃতীয়াংশ কর্মী যৌন হয়রানির শিকার বলে এক তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে। সাবেক কর্মী ব্রিটানি হিগিনস সহকর্মীর কাছে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তোলার পর ওই তদন্ত কমিটি গঠন করা হয়।

'সেট দ্য স্টান্ডার্ড' নামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৫১ শতাংশ কর্মী কোনো না কোনোভাবে হয়রানি, যৌন হয়রানির শিকার হয়েছেন। এক হাজার ৭২৩ ব্যক্তি ও ৩৩টি সংস্থার সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনটি মঙ্গলবার পার্লামেন্টে উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদনে দেখা যাচ্ছে, ৬৩ শতাংশ নারী এমপির যৌন হয়রানির অভিজ্ঞতা রয়েছে। রাজনৈতিক কর্মীদের বেলায় এই হার আরও অনেক বেশি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনপ্রণেতা ওই প্রতিবেদনে বলেন, 'সংস্কৃতি এটা অনুমোদন করছে, উৎসাহ দিচ্ছে।'

সংবাদসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে