অভিবাসীদের ওপর নতুন করে খড়্গহস্ত ট্রাম্প

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে প্রবেশ করা অবৈধ অভিবাসীদের ওপর নতুন করে খড়্গহস্ত হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার জারি করা নতুন আদেশে এসব অভিবাসীকে আশ্রয় প্রাথর্নার অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। ‘ইন্টেরিম ফাইনাল রুল’ নামের ওই আদেশের ফলে প্রেসিডেন্টের আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রে ঢোকা ব্যক্তিরা আর আশ্রয় পাবেন না বলে জানিয়েছে মাকির্ন বিচার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় স্বাথের্ প্রেসিডেন্ট অভিবাসীদের প্রবেশ বন্ধ করতে পারেন বলেও এতে জানানো হয়েছে। সংবাদসূত্র : বিবিসি, এএফপি অনলাইন দেশে সহিংসতার হাত থেকে বঁাচতে মধ্য আমেরিকা থেকে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মেক্সিকো সীমান্তে আশ্রয় নিয়েছে। এসব অভিবাসনপ্রত্যাশী যাতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে, সেজন্য ট্রাম্প সীমান্তে সেনা মোতায়েন করেছেন। মাকির্ন বিচার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সব বিদেশির প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। ‘ইমিগ্রেশন’ ও ‘ন্যাশনালিটি’ আইন অনুযায়ী, তাদের যুক্তরাষ্ট্রের স্বাথের্র পরিপন্থি মনে করা হলে তাদের ওপর প্রয়োজনীয় নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন তিনি। এতে আরও বলা হয়েছে, ‘আজ আমরা কংগ্রেসের দেয়া ক্ষমতা ব্যবহার করে প্রেসিডেন্টের আরোপ করা প্রবেশ বা অন্য নিষেধাজ্ঞা যেসব বিদেশি লঙ্ঘন করতে তাদের আশ্রয় চাওয়ার অযোগ্য বলে ঘোষণা করছি।’ এর ফলে, প্রেসিডেন্ট যদি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ দেন, সেক্ষেত্রে যারাই ওই সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকবে, তাদের আশ্রয় প্রাথর্নারও সুযোগ থাকবে না। বিস্তৃত আকারে এই আদেশ কাযর্কর হচ্ছে না বলেও জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রে অভিবাসন ব্যবস্থার দুবর্লতা সম্পকের্ দুই রাজনৈতিক শিবিরই সচেতন। তবে ট্রাম্প প্রশাসন যেভাবে বিষয়টিকে রাজনৈতিক স্বাথের্ ব্যবহার করে চলেছে, তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠছে। ‘দি আমেরিকান সিভিল লিবাটির্স ইউনিয়ন’ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে অবৈধ বলে ঘোষণা করেছে। বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘বিশেষ করে যারা যারা আশ্রয় আবেদন করে, তারা প্রবেশ করুক বা না করুক, মাকির্ন আইন তাদের অভিবাসী হিসেবে আবেদনের সুযোগ দিয়েছে।’ নিজ দেশে সহিংসতার শিকার হতে পারেন এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রাথর্না করা যে কারো আবেদন নেয়ার বাধ্যবাধকতা আছে মাকির্ন আইনে। ‘হিউম্যান রাইটস ওয়াচ’ ও ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’-ও ট্রাম্প প্রশাসনের এ অমানবিক পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মধ্যবতীর্ নিবার্চনের প্রচারে অবৈধ অভিবাসীদের আটকাতে কাযর্কর একটি অভিবাসন প্রক্রিয়ার ওপর জোর দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মধ্য আমেরিকা থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের দিকে ছুটে আসা হাজারও অভিবাসনপ্রত্যাশীর কাফেলার (ক্যারাভান) দিকেও ছুড়েছিলেন একের পর এক তীর। ওই কাফেলা ঠেকাতে সীমান্তে সেনাও পাঠিয়েছেন মাকির্ন প্রেসিডেন্ট; মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়তে চাওয়াকে অভিহিত করেছেন ‘বহিঃশত্রæর আক্রমণ’ হিসেবে। অতীতেও তিনি একই কারণ দেখিয়ে কয়েকটি মুসলমানপ্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছিলেন। প্রাথমিক আইনি বাধা সত্তে¡ও শেষ পযর্ন্ত সুপ্রিম কোটর্ গত জুন মাসে সেই সিদ্ধান্তের চ‚ড়ান্ত সংস্করণ অনুমোদন করেছিল।