অস্ট্রেলিয়ার মেলবোনের্ এলোপাতাড়ি ছুরি হামলা নিহত ১

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
অস্ট্রেলিয়ার মেলবোনের্ এক দুবৃের্ত্তর এলোপাতাড়ি ছুুরিকাঘাতে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। শুক্রবার স্থানীয় সময় বিকালে মেলবোনের্র প্রাণকেন্দ্রে হামলার এ ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে হামলাকারীও আহত হয়। তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদসূত্র : বিবিসি ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, শুরুতে তারা মেলবোনের্র প্রাণকেন্দ্রে একটি গাড়িতে আগুন দেয়ার খবর পায়। সেখানে গিয়ে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভতির্ করা হয়। গাড়িটি যখন পুড়ছিল, তখন এক ব্যক্তিকে দেখা গেছে দুই পুলিশকে ছুরিকাঘাত করতে। পরে পুলিশের ছোড়া গুলিতে সে বিদ্ধ হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারীর অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভতির্ করা হয়েছে। পুলিশের এক কমর্কতার্ জানান, তারা যখন গাড়ি থেকে নামছিলেন, তখন ওই ব্যক্তি ছুরি হাতে আস্ফালন ও তাদেরকে হুমকি দিচ্ছিলেন। একই সময়ে পথচারীরাও কয়েকজনের ছুরিকাঘাতের কথা বলাবলি করছিলেন। এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগ আছে কিনা, তা এখনই বলা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।