বিশ্বে মারাত্মকভাবে কমছে জন্মহার নাতি-নাতনির চেয়ে বাড়বে দাদা-দাদির সংখ্যা

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
বিশ্বজুড়ে নারীদের সন্তান জন্মদানের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে গবেষকরা জানিয়েছেন। তারা বলছেন, বিশ্বের প্রায় অধের্ক দেশে জন্মহার মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। অথার্ৎ, জনসংখ্যার আকার ধরে রাখতে শিশুর সংখ্যা যথেষ্ট নয়। সংবাদসূত্র : বিবিসি নতুন এসব তথ্য-উপাত্তকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন গবেষকরা। হুশিয়ারি দিয়ে তারা বলেন, এর পরিণতি ভালো হবে না। কারণ ভবিষ্যতে নাতি-নাতনির চেয়ে দাদা-দাদির সংখ্যা বেড়ে যাবে। মেডিকেল জানার্ল ‘ল্যানসেটে’ প্রকাশিত নিবন্ধে এসব তথ্য পাওয়া গেছে। ১৯৫০ থেকে ২০১৭ সাল পযর্ন্ত প্রতিটি দেশের জন্মহার প্রবণতা বিবেচনায় নিয়ে এ গবেষণা করা হয়েছে। ১৯৫০ সালের দিকে নারীরা তাদের পুরো জীবনে গড়ে চার দশমিক সাতটি শিশু জন্ম দিতেন। কিন্তু গত বছর প্রতিটি নারী গড়ে দুই দশমিক চারটি শিশুর জন্ম দিয়েছেন। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিস্টোফার মুরি বলেন, অধেের্করও বেশি দেশে জন্ম দেয়ার হার কমে গেছে। জনসংখ্যার আকার ধরে রাখার জন্য যা যথেষ্ট নয়। ইউরোপ, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো অথৈর্নতিকভাবে উন্নত দেশগুলোতে জন্মহার মারাত্মভাবে কমে গেছে।