ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

ইউক্রেনে বহুমুখী আক্রমণের পরিকল্পনা সাজিয়েছে মস্কো

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়ার দেওয়া কোনো 'রেড লাইন' মেনে নেবেন না রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন 'রেড লাইন' যদি ন্যাটো অতিক্রম করে তাহলে তারা বাধ্য হবে পদক্ষেপ নিতে

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
জো বাইডেন ও ভস্নাদিমির পুতিন
আগামী বছরের গোড়ার দিকেই প্রতিবেশী ইউক্রেনে এক লাখ ৭৫ হাজার সেনা নিয়ে বহুমুখী আক্রমণের পরিকল্পনা সাজিয়েছে মস্কো। এ জন্য ইউক্রেন সীমান্তে দিনকে দিন সেনা সমাবেশের বিস্তার ঘটাচ্ছে রাশিয়া। শুক্রবার এ-সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এদিকে ইউক্রেন ইসু্যতে রাশিয়াকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়ার দেওয়া কোনো রেড লাইন মেনে নেবেন না। মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি গোয়েন্দা নথির বরাতে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ইউক্রেন সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে ৯০ হাজারের বেশি রুশ সেনা। আগামী বছরের গোড়ার দিকেই পরিকল্পিত অভিযানটি একটি বহুমুখী আক্রমণ হতে পারে। নথিতে দেখা গেছে, রাশিয়া সীমান্ত এলাকার চারটি স্থানে বাহিনী মোতায়েন করছে। সেখানে প্রতিনিয়তই মহড়া চালানোর খবর পাওয়া যাচ্ছে। যা নিয়ে উদ্বেগ জানাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছে বর্তমানে রুশ সেনা বাহিনীর ৯৪ হাজার ট্রুপ অবস্থান নিয়েছে। যদিও মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রুশপন্থি গেরিলাদের নিয়ন্ত্রণে থাকা নিয়ে দনবাস এলাকা নিয়ে সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা প্রকট আকার ধারণ করে। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ করে মস্কো। রাশিয়ার পক্ষ থেকে পূর্ণাঙ্গ যুদ্ধেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রুশ কর্মকর্তা দিমিত্রি কোজাকের ভাষায়, 'একটা গুলিও পায়ে নয়, মুখে চালানো হবে।' গত মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটকে সতর্ক করে বলেন, ইউক্রেন নিয়ে রাশিয়ার 'রেড লাইন' যদি ন্যাটো অতিক্রম করে তাহলে তারা বাধ্য হবে পদক্ষেপ নিতে। এদিকে ইউক্রেন ইসু্যতে রাশিয়ার রেড লাইন মানবেন না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মস্কো তার প্রতিবেশী দেশ ইউক্রেনে যে আক্রমণের পরিকল্পনা সাজাচ্ছে, তা 'অত্যন্ত দুরূহ' করে তুলবেন বলেও সতর্ক করেছেন তিনি। শনিবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যে ক্যাম্প ডেভিড সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের বাইডেন আরও বলেন, 'ভস্নাদিমির পুতিনকে ইউক্রেনে আগ্রাসন চালানো থেকে বিরত রাখতে আমরা বেশ কিছু পরিকল্পনা নিয়েছি। তা বাস্তবায়ন সম্ভব হলে ব্যাপক ও অর্থপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন সংকট মেটানো সম্ভব।' উত্তেজনা প্রশমনে করণীয় নিয়ে চলতি সপ্তাহে ভার্চুয়ালি বৈঠকে বসার কথা রয়েছে বাইডেন ও পুতিনের। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপের পর আশাবাদ ব্যক্ত করেন প্রেসিডেন্ট বাইডেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে গুরুতর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির সব রকম প্রস্তুতি বাইডেন প্রশাসন ইতোমধ্যে নিয়ে রেখেছে উলেস্নখ করে মার্কিন সরকারের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, 'বাইডেন প্রশাসন দেশের ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর নীতি একটিই; তা হলো- যে করেই হোক, রাশিয়াকে ক্ষতিকর কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখা। এই নীতি বাস্তবায়নে আমাদের হাতে যত পন্থা রয়েছে, প্রয়োজনে তার সবই ব্যবহার করা হবে।' ইতোমধ্যে চলতি বছর এপ্রিলে রাশিয়ার ওপর এক দফা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে, একই দিন পৃথক এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি বর্তমানে বিবেচনাধীনে রয়েছে মার্কিন সরকারের। শীতল যুদ্ধের অবসান ও সোভিয়েত ইউনিয়নের পতনের পর গত ৩০ বছরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছে- উলেস্নখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, 'আমরা রাশিয়ার সঙ্গে যোগাযোগ আবার শুরু করতে চাই। বিশেষ করে এমন একটি উদ্বেগজনক সময় আমাদের মধ্যে যেসব মতপার্থক্য রয়েছে, সেগুলো মেটাতে আমাদের উভয়েরই আন্তরিক হওয়া উচিত।'