ভারতে ভোটের আগে জনমত জরিপ চালানো যাবে না

পঁাচ রাজ্যেই বিজেপির ভরাডুবির ইঙ্গিত

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
জনমত জরিপের নামে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা চলছে। এই অভিযোগ তুলে আগামী সোমবার থেকে ৭ ডিসেম্বর পযর্ন্ত সব ধরনের জরিপ নিষিদ্ধ করেছে ভারতের নিবার্চন কমিশন। নিদের্শনা জারি করে নিবার্চন কমিশনের পক্ষ থেকে শনিবার জানিয়ে দেয়া হয়েছে, যেহেতু ভারতের পঁাচ রাজ্যের বিধানসভা নিবার্চনে বিনিষেধ কাযর্কর রয়েছে, ফলে ভোটপবর্ মেটা না পযর্ন্ত কোনো রকম বুথ ফেরত জরিপ চালানো যাবে না। এমনকি, বুথ ফেরত জরিপের পাশাপাশি ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে নিবার্চনী কেন্দ্রগুলোতে জনমত জরিপও প্রকাশ করা যাবে না। দেশটির ‘রিপ্রেসেন্টেশন অব পিপলস অ্যাক্ট’র অধীনে নিবার্চন কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইনডিয়া ভারতের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরামে ভোট শুরু হচ্ছে আগামীকাল ১২ নভেম্বর থেকে। শেষ হবে ৭ ডিসেম্বরে। সবগুলো রাজ্যে ভোটগণনা হবে ১১ ডিসেম্বর। ছত্তিশগড়ে প্রথম দফার ভোটপ্রচার শেষ হয়েছে শুক্রবার। ভোটের উত্তাপ বাড়তেই একাধিক সংবাদমাধ্যমের পক্ষ থেকেও শুরু হয়েছে জনমত জরিপ। দেশটির প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে প্রকাশিত জনমত জরিপে বিজেপির ভরাডুবির ইঙ্গিত মিলেছে। রাজস্থানে কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বলেও উঠে এসেছে জনমত জরিপে। মধ্যপ্রদেশেও কংগ্রেসের জয়ের ইঙ্গিত দেয়া হয়েছে জনমত জরিপে। ‘সি ভোটার’ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পরিচালিত এই জরিপে দাবি করেছে, তেলেঙ্গানাতেও কংগ্রেস-টিডিপি জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। ছত্তিশগড়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্ব›িদ্বতার ইঙ্গিত দিয়ে ওই জনমত জরিপ কিছুটা এগিয়ে রেখেছে বিজেপিকে। কিন্তু, ভারতের প্রথম শ্রেণির কয়েকটি সংবাদমাধ্যমে জনমত জরিপের ফল প্রকাশ্যে আসার পর হঠাৎ কেন নিষেধাজ্ঞা জারি করল কমিশন? নিবার্চনী আচরণবিধি কাযর্কর হওয়ার সময়ই কেন এই বিধিনিষেধ চাপানো হলো না, এমন প্রশ্ন উঠেছে। পযের্বক্ষক মহলের ধারণা, পঁাচ রাজ্যের জনমত জরিপে বিজেপির ভরাডুবির ইঙ্গিত মিলেছে। লোকসভা নিবার্চনের আগে পঁাচ রাজ্যের অ্যাসিড পরীক্ষায় মাঠে নেমেছে দুই শিবির। তাই এই পরিস্থিতিতে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না কমিশন। ফলে, জরিপের ফল যাতে জনমনে প্রভাব ফেলতে না পারে, সেই কারণে ভোটের মুখে কড়া ব্যবস্থার পথে পা বাড়ালো দেশটির জাতীয় নিবার্চন কমিশন।