ক্যালিফোনির্য়ায় ভয়াবহ দাবানলে নিহত ৯

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়ায় ভয়বহ দাবানলে অন্তত নয়জন নিহত হয়েছেন। শুক্রবার পাবর্ত্য এলাকা মালিবুতে দাবাদল ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে। নিহতদের সবার দেহ নদার্ন ক্যালিফোনির্য়ার প্যারাডাইস শহর থেকে উদ্ধার করা হয়েছে। সংবাদসূত্র : রয়টাসর্, বিবিসি অবকাশ যাপনকারীদের শিবির থেকে ছড়িয়ে পড়া আগুন থেকে ওই এলাকার ছয় হাজার ৭০০-এর বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। রাজ্যের ইতিহাসে এটা সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল বলে জানিয়েছে ক্যালিফোনির্য়ার বনায়ন ও অগ্নিপ্রতিরক্ষা বিভাগ। শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে বাট্টি কাউন্টির শেরিফ করি হোনেয়া বলেন, ‘এটা সবচেয়ে বাজে ঘটনার দৃশ্য। অনেক আগ থেকেই আমরা এর জন্য ভয় পাচ্ছিলাম। দুভার্গ্যজনকভাবে সবাই বের হয়ে আসতে পারেনি।’ তিনি জানান, নিহতদের পঁাচজনের মৃতদেহ একটি জ্বলন্ত গাড়ির ভেতরে অথবা কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তিনজনের বাড়ির বাইরে থেকে এবং একজনের দেহ বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এখনো ৩৫ জন নিখেঁাজ রয়েছেন। এছাড়া অগ্নিনিবার্পন বাহিনীর তিন কমীর্ আহত হয়েছেন। প্যারাডাইস এলাকায় আগুন এতটা দ্রæত ছড়িয়ে পড়ে যে, পাবর্ত্য শহরটির লোকজন তাদের গাড়ি পরিত্যাগ করে জীবন বঁাচাতে দৌড়ে পালাতে বাধ্য হন।