মেলবোনর্ হামলার দায় স্বীকার আইএসের

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
অস্ট্রেলিয়ার মেলবোনের্ ছুরি হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবারের এ হামলায় হামলাকারীসহ দুজন নিহত হন। মেলবোনের্র ব্যস্ত রাস্তায় হামলাকারী তিনজনকে ছুরিকাঘাত করেন ও একটি গাড়িতে আগুন দেন। আইএস-এর ‘আমাক’ বাতার্ সংস্থা বলেছে, মেলবোনের্র ওই হামলাকারী আইএসেরই একজন যোদ্ধা। কতৃর্পক্ষ প্রাথমিকভাবে ঘটনাটিকে সাদামাটা হিসেবে দেখলেও পরে এটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে। হামলাকারীর বয়স ৩১। ভিক্টোরিয়া পুলিশের প্রধান কমিশনার জানান, ওই ব্যক্তি সোমালি বংশোদ্ভূত। স্থানীয় পুলিশ এবং গোয়েন্দারা তাকে চেনে। মেলবোনের্ এমন হামলা এটিই প্রথম নয়। ২০১৭ সালে শহরটির একই রাস্তায় আরেকটি হামলায় ছয়জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছিল। ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিচার চলার সময়টিতেই নতুন এ হামলা হলো। সংবাদসূত্র: বিবিসি