মোগাদিসুতে গাড়িবোমা হামলায় নিহত ৩৯

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩৯ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার বিকালে রাজধানীর সাহাফি হোটেলের সামনে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধ চালায় সন্ত্রাসীরা। সাহাফি হোটেল ও ‘ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপাটের্মন্ট’ (সিআইডি) কাযার্লয়ের কাছে দুটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ধেঁায়ায় ঢেকে যায় এলাকাটি। পুলিশ কমর্কতার্ ইব্রাহিম মোহামেদ শনিবার জানান, প্রথমে দুটি বিস্ফোরণ ঘটে সাহাফি হোটের সামনের প্রধান সড়কে। এক প্রত্যক্ষদশীর্ তৃতীয় আরেকটি বিস্ফোরণের কথা জানিয়েছেন। বিস্ফোরণে অনেকে নিহত হলেও হামলাকারীরা হোটেলটিতে প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। এই বিস্ফোরণে নিহতদের শরীর পুড়ে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না। প্রত্যক্ষদশীর্রা জানিয়েছেন, বিস্ফোরণের সময় রাস্তাটি মানুষ ও গাড়িতে পূণর্ ছিল। চারদিকে মানুষের দেহ ছড়িয়ে পড়েছিল। গুলিতেও অনেকে নিহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী আল-শাবাব হামলাটির দায় স্বীকার করেছে। সংবাদসূত্র: আল-জাজিরা, রয়টাসর্