বাসা ভাড়া দেয়ার সামথর্্য নেই মাকির্ন নেত্রীর!

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কটের্জ
মাকির্ন কংগ্রেসের কনিষ্ঠ নারী সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কটের্জ তার বাসার ভাড়া দিতে পারছেন না। জানুয়ারিতে নতুন দায়িত্ব পাওয়ার আগ পযর্ন্ত তার এই অবস্থা বহাল থাকবে। কটের্জ জানান, তিনি জানুয়ারিতে প্রথম চেক পাওয়ার আশায় আছেন। চেক পাওয়ার পরই ওয়াশিংটন ডিসিতে বাসা ভাড়া নেবেন। শুক্রবার আরেক মাকির্ন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’র সংবাদ উপস্থাপক এড হেনরি দাবি করেছেন, ওকাসিও-কটের্জ পুরোপুরি সত্যি কথা বলছেন না। কারণ এক সাময়িকীতে তাকে কয়েক হাজার ডলার দামের পোশাক পরতে দেখা গেছে। এর জবাবে কংগ্রেস সদস্য কটের্জ টুইটারে লিখেছেন, ছবির জন্য এসব পোশাক ধার করা হয়েছিল। টুইটারে ওকাসিও-কটেের্জর জানুয়ারিতে বেতনের অপেক্ষায় থাকার পোস্টটি অনেকের সহানুভ‚তি পেয়েছে। নিউইয়কের্র ১৪তম কংগ্রেশনার জেলা থেকে তিনি ডেমোক্রেটিক পাটির্র হয়ে কংগ্রেস সদস্য নিবাির্চত হয়েছেন। ব্রনক্সে জন্ম নেয়া এই রাজনীতিকের বাবা-বা পুয়েতোর্ রিকান। তিনি নিজেকে একজন খেটে খাওয়া মানুষ হিসেবে দাবি করেন। ২০১৮ সালের আগ পযর্ন্ত তিনি একটি রেস্তোরঁায় কাজ করেছেন। তার আথির্ক বিবরণী অনুসারে, গত বছর তিনি ২৬ হাজার ৫০০ ডলার আয় করেছেন। বৃহস্পতিবার টুইটে তিনি দাবি করেছেন, তার বাসা ভাড়া নিতে না পারাটাই প্রমাণ করে যুক্তরাষ্ট্রের নিবার্চনীব্যবস্থা শ্রমিক শ্রেণির নেতৃত্ব দেয়ার জন্য নয়। উল্লেখ্য, বাসা ভাড়ার উচ্চ হারের দিক থেকে বিশ্বের শীষর্ ১০টি শহরের তালিকায় রয়েছে ওয়াশিংটন ডিসির নাম। এক বেডরুমের একটি অ্যাপাটের্মন্টের ভাড়া প্রতিমাসে প্রায় দুই হাজার ১৬০ ডলার। হাভাের্ডর এক প্রতিবেদন অনুসারে, তিন কোটি ৮০ লাখের বেশি মাকিির্ন নিজেদের বাসা ভাড়া বহন করতে পারছে না। সংবাদসূত্র: বিবিসি