যুক্তরাষ্ট্রে মধ্যবতীর্ নিবার্চন

ব্যবধান কম, ফ্লোরিডায় আবারও ভোট গণনার নিদের্শ

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবতীর্ নিবার্চনে ফ্লোরিডা অঙ্গরাজ্যে গভনর্র ও সিনেটর পদে ডেমোক্রেট-রিপাবলিকান ভোটের ব্যবধান খুব কম হওয়ায় মেশিনে ভোট পুনগর্ণনার নিদের্শ দিয়েছে রাজ্য সরকার। সংবাদসূত্র : বিবিসি ফ্লোরিডার ‘সেক্রেটারি অব স্টেট’ কেন ডেজনার বলেন, উভয় পদেই নিবার্চনের অনানুষ্ঠানিক ফলে দুই দলের প্রাথীর্র ভোটের পাথর্ক্য শূন্য দশমিক পঁাচ শতাংশের কম। তাই আইনানুযায়ী ভোট পুনগর্ণনা করতে হবে। এখন পযর্ন্ত যেসব পদে ভোটের ফল পাওয়া যায়নি, তার মধ্যে ফ্লোরিডাই সবচেয়ে গুরুত্বপূণর্। এদিকে, সেখানে ভোট পুনগর্ণনার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটদের দোষারোপ করেছেন। তারা ভোটের ফল ‘চুরির’ চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যের রিপাবলিকান গভনর্র রিক স্কট এবার সিনেটর পদে প্রতিদ্ব›িদ্বতা করেছেন। তিনিও এবারের ভোটে কারচুপির অভিযোগ তুলে এ বিষয়ে সতকর্ করেছেন। তবে তাদের কেউই নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। সিনেটর পদের অনানুষ্ঠানিক ফলে স্কট ও ডেমোক্রেটিক প্রাথীর্ বিল নেলসনের মধ্যে ভোটের ব্যবধান মাত্র শূন্য দশমিক ১৫ শতাংশ। অন্যদিকে, ডেমোক্রেটিক প্রাথীর্ অ্যান্ড্রু গিলামকে এরই মধ্যে রাজ্যের গভনর্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।