ইবোলায় আক্রান্ত হয়ে দুই শতাধিক মৃত্যু

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
কঙ্গোর পূবার্ঞ্চলে ইবোলায় আক্রান্ত হয়ে দুই শতাধিক লোকের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই ভাইরাসে ২০১ জন মারা গেছে বলে তাদের কাছে তথ্য আছে। আগস্ট মাসে এই ভাইরাসের প্রাদুভার্ব দেখা দেয়ার পর থেকে এখন পযর্ন্ত ২৯১ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের অধের্ক উত্তর কিভু অঞ্চলের বেনি শহরে। শহরটিতে ৮ লাখ লোকের বাস। সংক্রমণ থেকে বঁাচাতে এরই মধ্যে প্রায় ২৫ হাজার মানুষকে টিকা দেয়া হয়েছে। কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী ওলে ইলুঙ্গা অভিযোগ করে বলেছেন, ইবোলা মোকাবেলায় কাজ করে যাওয়া মেডিকেল দলগুলোকে সশস্ত্র বিদ্রোহীরা ধারাবাহিকভাবে হয়রানি করে যাচ্ছে। গত সেপ্টেম্বরেও সশস্ত্র একটি বিদ্রোহী গোষ্ঠীর কয়েক ঘণ্টার হামলার পর বেনিতে টিকাদান কমর্সূচি স্থগিত রাখা হয়েছিল। বছরের পর বছর ধরে আফ্রিকার এ দেশটি গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কবলে রয়েছে। উল্লেখ্য, ১৯৭৬ সালে কঙ্গোতে প্রথম ইবোলা ভাইরাসের প্রাদুভার্ব দেখা দেয়। সংবাদসূত্র : এএফপি, বিবিসি