বিরোধীদের খুনের পরিকল্পনায় সৌদি যুবরাজের ঘনিষ্ঠরা

খাশোগি হত্যাকারীদের জবাবদিহিতার মধ্যে আনবে যুক্তরাষ্ট্র

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
যুবরাজ মোহাম্মদ বিন সালমান
সৌদি যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ শীষর্ গোয়েন্দা কমর্কতার্রা রিয়াদের শত্রæদের হত্যার জন্য একটি ব্যবসায়ী দলের সঙ্গে আলোচনা করেছিলেন। রোববার মাকির্ন সংবাদ মাধ্যম ‘নিউইয়কর্ টাইমস’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত বছর ওই বৈঠকের সময় মোহাম্মদ বিন সালমান উপ-যুবরাজ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি ওই সময় নিজের ক্ষমতাকে সুসংহত করছিলেন এবং উপদেষ্টাদের দেশের বাইরে সামরিক ও গোয়েন্দা কাযর্ক্রম ধাপে ধাপে বৃদ্ধির জন্য নিদের্শ দিয়েছিলেন। সংবাদসূত্র : নিউইয়কর্ টাইমস, আল-জাজিরা সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার এক বছরের বেশি সময় আগে শীষর্পযার্য় থেকে এ নিদের্শনা এটাই ইঙ্গিত দেয়, যুবরাজের অভিষিক্ত হওয়ার সময় থেকেই বিরোধীদের হত্যার বিষয়টি বিবেচনা করছিল রিয়াদ। ২০১৭ সালের মাচের্ রিয়াদে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন খাশোগি হত্যাকাÐে পদচ্যুত সৌদি গোয়েন্দা কমর্কতার্ মেজর জেনারেল আহমেদ আল-আসিরি। যুবরাজ সালমানের ঘনিষ্ঠ এই জেনারেল সৌদি ব্যবসায়ীদের বলেন, যেকোনো উপায়ে ইরানের অথর্নীতিকে ধ্বংস করে দিতে হবে। বৈঠকে এ লক্ষ্যে ২০০ কোটি ডলার বাজেট বরাদ্দ দেয়ার কথাও বলা হয়। এছাড়া ইরানের আল-কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার বিষয়েও আলোচনা হয়। বৈঠকটির আয়োজন করেছিল লেবানিজ-আমেরিকান ব্যবসায়ী জজর্ নাদের। তিনি এর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন এবং ইরান নিয়ে পরিকল্পনাটি হোয়াইট হাউসের কমর্কতাের্দর কাছে জানিয়েছিলেন। বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে আরেকজন ছিলেন জোয়েল জামেল নামে এক ইসরাইলি। খুনিদের জবাবদিহিতার আওতায় আনবে যুক্তরাষ্ট্র। এদিকে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নিহত সাংবাদিক জামাল খাশোগির খুনিদের জবাবদিহিতার আওতায় আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে নিজ দেশের এমন অবস্থানের জানান মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। যদিও এ হত্যাকাÐের নিদের্শদাতা হিসেবে অভিযোগের আঙুল খোদ সৌদি যুবরাজের বিরুদ্ধেই।