খাশোগি হত্যায় যুবরাজ সালমানের সম্পৃক্ততার প্রমাণ মিলছে!

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাÐে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত থাকার অভিযোগ শুরু থেকেই করে আসছিল আন্তজাির্তক কিছু সংবাদমাধ্যম। নতুন খবর, খাশোগি হত্যাকাÐে সৌদি যুবরাজের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়কর্ টাইমস। সংবাদসূত্র : আল-জাজিরা, রয়টাসর্ প্রতিবেদনে বলা হয়, খাশোগি হত্যাকাÐে অংশ নেয়া ১৫ জনের মধ্যে একজন খাশোগিকে হত্যার পর যুবরাজ সালমানের সহকারীকে ফোন করে বলেন, ‘তোমার বসকে বলো, খাশোগি হত্যাকাÐের মিশন সম্পন্ন হয়েছে।’ প্রতিবেদনে বলা হয়, ফোন করার সময় যদিও বসের নাম উল্লেখ করা হয়নি। তবে ‘বস’ বলতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকেই বোঝানো হয়েছে। সালমানের সহকারীকে ফোন করা ওই ব্যক্তির নাম মাহের আবদুল আজিজ মুত্রেব; যিনি খাশোগি হত্যাকাÐে সৌদি কনস্যুলেটের ভেতরে অংশ নেন। মুত্রেব যুবরাজ সালমানের নিরাপত্তা কমর্কতার্ ছিলেন, যিনি প্রায় তার সঙ্গে বিভিন্ন দেশ সফর করতেন। এদিকে, খাশোগির খুনের সঙ্গে সম্পকির্ত অডিও রেকডির্ংগুলোর বিষয়বস্তুকে ‘ভয়াবহ’ বলে বণর্না করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ওই রেকডির্ংগুলো শুনে সৌদি আরবের এক গোয়েন্দা কমর্কতার্ও স্তম্ভিত হয়ে গেছেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার তুরস্কের গণমাধ্যমের প্রতিবেদনে এসব বলা হয়েছে।