গুজরাট দাঙ্গা

মোদির বিরুদ্ধে পিটিশন গ্রহণ সুপ্রিম কোটের্র

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
নরেন্দ্র মোদি
ভারতের গুজরাটে ২০০২ সালে সংঘটিত দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে করা একটি পিটিশন মঙ্গলবার গ্রহণ করেছে দেশটির সুপ্রিম কোটর্। ফলে আগামী লোকসভা নিবার্চনের আগে আবারও বিপাকে পড়তে পারেন তিনি। আগামী ১৯ নভেম্বর হবে সেই মামলার শুনানি। ২০০২ সালে গুজরাট দাঙ্গার পর গঠিত ‘স্পেশাল ইনভেস্টিগেশন টিম’ বা সিট রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়মুক্তি দেয়। সিটের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান সাবেক কংগ্রেস এমপি এহসান জাফরির বিধবা স্ত্রী জাকিয়া। ওই বছর ২৮ ফেব্রæয়ারি আহমেদাবাদের গুলবাগর্ সোসাইটিতে সংঘষের্র জেরে ৬৮ জন প্রাণ হারান। তাদের মধ্যে ছিলেন এহসান জাফরিও। জাকিয়ার অভিযোগ, সেই হত্যাকাÐের পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে। মোদি সেই সহিংসতা আটকাতে কোনো ব্যবস্থাই নেননি। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস