জাতিসংঘে রুদ্ধদ্বার বৈঠক

গাজায় অস্ত্রবিরতি প্রতিবাদে পদত্যাগ করলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ইসরাইল অবরুদ্ধ গাজায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে অস্ত্রবিরতির চুক্তির প্রতিবাদে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আভিগেদর লিবারম্যান পদত্যাগ করেছেন। এর আগে, মিসরের মধ্যস্থতায় মঙ্গলবার ইসরাইলের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এদিকে, গাজা উপত্যকায় সহিংসতা ছড়িয়ে পড়া নিয়ে আলোচনা করতে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। তবে এ সংকট কীভাবে মোকাবেলা যাবে সে ব্যাপারে কোনো সমঝোতা হয়নি। সংবাদসূত্র : আল-জাজিরা, ইনডিপেনডেন্ট, ট্রিবিউন, এএফপি অনলাইন গত ১১ নভেম্বর গাজা উপত্যকায় এক গোপন অভিযানে সাতজনকে হত্যা করে ইসরাইলি কমান্ডোরা। নিহতদের মধ্যে হামাসের শীষর্স্থানীয় কমান্ডারও রয়েছেন। এছাড়া স্থানীয় আরেক কমান্ডারসহ আরও পঁাচ ফিলিস্তিনি নিহত হন। ওই হামলার পর ১২ নভেম্বর সকালে গাজা উপত্যকা থেকে ইসরাইলে প্রতিশোধমূলক রকেট হামলা চালানো হয়। এ ঘটনায় এক ইসরাইলি নিহত হয়েছেন। একইদিন গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে পঁাচ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি বাহিনী।