ফ্রান্স যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ নয় : ট্রাম্পকে ম্যাখেঁা

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখেঁা
মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সমালোচনার জবাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখেঁা বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের মিত্র, তবে আজ্ঞাবহ রাষ্ট্র নয়। বুধবার দেয়া সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট এ পাল্টা মন্তব্য করেছেন। সংবাদসূত্র : রয়টাসর্ প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির শতবষর্ পূতিের্ত চলতি সপ্তাহেই ফ্রান্স সফরে গিয়েছিলেন ট্রাম্প। সেখান থেকে ফিরেই মঙ্গলবার টুইটারে ফ্রান্স ও ম্যাখেঁার বিরুদ্ধে একের পর এক তীর ছোড়েন মাকির্ন প্রেসিডেন্ট। সেই সব টুইটে জামাির্নর কাছে দুটি বিশ্বযুদ্ধে ফ্রান্সের ‘প্রায় হেরে যাওয়ার’ কথা মনে করিয়ে দেন তিনি। হুমকি দেন ফ্রান্সের বিখ্যাত মদের শিল্প ধসিয়ে দেয়ার। বলেন, ম্যাখেঁার জনপ্রিয়তা কমে যাওয়ার কথাও। ট্রাম্প এর আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ওপর নিভর্রশীলতা কমানোর লক্ষ্যে আলাদা ইউরোপীয় সেনাবাহিনী বানাতে ফরাসি প্রেসিডেন্টের ইঙ্গিত নিয়েও সমালোচনা করেছিলেন। এরপর থেকেই দুই দেশের সম্পকের্ অবনতির বিষয়টি প্রকাশ্য হয়। মাকির্ন প্রেসিডেন্টের একের পর এক টুইটে অপমানিত হয়েছেন কি-না, সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে ম্যাখেঁা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে শুরু করে দুই দেশের দীঘর্ সামরিক মিত্রতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘ইতিহাসের প্রতিটি ক্ষণে আমরা মিত্র ছিলাম। মিত্রদের মধ্যে শ্রদ্ধাবোধ থাকে। মনে হয় না ফরাসিরা আমার কাছ থেকে ওই টুইটগুলোর জবাব আশা করে, আশা করে ইতিহাসের ধারাবাহিকতা।’ মধ্যবতীর্ নিবার্চনে পরাজয়ের ধাক্কা সামলে উঠতে ‘অভ্যন্তরীণ রাজনীতির খেলায়’ ট্রাম্প এ ধরনের মন্তব্য করেছেন বলেও ধারণা ম্যাখেঁার। ইউরোপীয় সেনাবাহিনী প্রতিষ্ঠায় তার প্রস্তাব ট্রাম্পকে ক্রুদ্ধ করার পর থেকে দুই দেশের মধ্যে ‘কোনো ধরনের ভুল বোঝাবুঝি’ চলছে কি-না, এমন প্রশ্নের জবাবে ফরাসি প্রেসিডেন্ট বলেন, মাকির্ন মিত্র হওয়ার অথর্ এই নয়, তার দেশ যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের ঐতিহাসিক মিত্র এবং এ ধারাবাহিকতা বজায় থাকবে।