কংগ্রেশনাল প্যানেল সতকর্তা

রাশিয়া-চীনের সঙ্গে যুদ্ধ বাধলে যুক্তরাষ্ট্র হারতে পারে

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মাকির্ন দ্বিপক্ষীয় কংগ্রেশনাল প্যানেল সতকর্ করে বলেছে, চীন অথবা রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র হেরে যেতে পারে। কংগ্রেশনাল প্যানেল বুধবার এক প্রতিবেদনে এ কথা বলেছে। এতে আরও বলা হয়েছে, ‘মাকির্ন সামরিক শ্রেষ্ঠত্ব, তার বিশ্বব্যাপী প্রভাব ও জাতীয় নিরাপত্তা ক্ষমতার মেরুদÐ হলেও এটি বিপজ্জনক মাত্রায় ক্ষয়প্রাপ্ত হচ্ছে।’ সংবাদসূত্র : পাসর্ টুডে, এনডিটিভি দ্বিপক্ষীয় কংগ্রেশনাল প্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় প্রতিরক্ষা কৌশলের দিকে নজরদারি করতে কংগ্রেস দায়িত্ব দেয় ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি কমিশনকে। ডেমোক্রেট ও রিপাবলিকান পাটির্র সাবেক এক ডজন কমর্কতার্র সমন্বয়ে গঠিত প্যানেল দেখতে পেয়েছে, মাকির্ন সামরিক বাজেট কাটছঁাট করা হয়েছে। এতে সামরিক সুবিধা কমে গেছে। অন্যদিকে, মাকির্ন সামরিক শক্তিকে নিষ্ক্রিয় করতে সমানতালে এগিয়েছে চীন ও রাশিয়া।