ভোটের কালি তুলতে মরিয়া গ্রামবাসীর

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের ছত্তিশগড়ের প্রথম পবের্র নিবার্চন সুষ্ঠুভাবেই শেষ হয়েছে। ছিল নিরাপত্তার কড়াকড়ি। ফলে ভোট দিতে যান অনেকেই। কিন্তু একটি গ্রামের চিত্রটা আবার অন্য রকম। সেখানে ভোট দিয়ে আসার পর গ্রামবাসীরা এখন আঙুলে লাগানো ভোটের কালি তুলতে মরিয়া হয়ে উঠেছেন। দান্তেওয়াড়ার নকশাল অধ্যুষিত অঞ্চলের খুব কাছে ইন্দ্রাবতী নদীর কাছের ওই গ্রামের মানুষদের শাসানো হয়েছে বলে অভিযোগ। বলা হয়েছে, দ্রæত হাতের কালি তুলে ফেলতে। সেই ভয়ে কঁাটা হয়ে রয়েছেন গ্রামবাসীরা। সবাই চেষ্টা করে যাচ্ছেন হাতে কালির কোনো চিহ্ন যাতে না থাকে। পুলিশের এক কমর্কতার্ জানান, নকশালরা ভয় দেখানোর পর তারা সাতটি কেন্দ্রকে চিহ্নিত করেছেন। ভোটদাতারা অনেক মাইল পথ পেরিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে এসেছেন। তিনি জানান, ‘নকশালদের হুমকির পর ইন্দ্রাবতী নদীর তীরবতীর্ সাতটি কেন্দ্র অন্যখানে সরানো হয়েছে। যাতে নকশালদের ভয় এড়াতে সাধারণ মানুষ সেখানে আশ্রয় নিতে পারে।’ ছত্তিশগড় বিধানসভা নিবার্চনের প্রথম পযাের্য়র ১৮টি আসনে ভোটগ্রহণ হয়েছে ১২ নভেম্বর। বাকি ৭২টি আসনে ভোটগ্রহণ হবে ২০ নভেম্বর। ফল প্রকাশ হবে ১১ ডিসেম্বর। সংবাদসূত্র: ইনডিয়ান এক্সপ্রেস