ক্যালিফোনির্য়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৫৯

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়ায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে বুধবার ৫৯ জনে দঁাড়িয়েছে। এদিকে, কতৃর্পক্ষ ১৩০ জন নিখেঁাজ থাকার একটি তালিকা প্রকাশ করেছে। তাদের প্রায় জনেরই বয়স ৭০, ৮০ ও ৯০’র কোঠায়। নিখেঁাজদের অধিকাংশই ক্যালিফোনির্য়ার দক্ষিণাঞ্চলীয় বাট্টি কাউন্টির প্যারাডাইস শহরের বাসিন্দা। শেষ সপ্তাহে ছড়িয়ে পড়া কথিত ‘ক্যাম্প ফায়ারে’ শহরটি কাযর্ত মানচিত্র থেকে বিলীন হয়ে গেছে। বাট্টি কাউন্টি শেরিফ কোরি হোনেয়া বুধবার সন্ধ্যায় বলেন, নিখেঁাজদের সন্ধানে ৪৬১ জন উদ্ধার ও তল্লাশি কমীর্ এবং ২২টি শিকারি কুকুরকে কাজে লাগানো হয়েছে। সিয়েরা নেভাদা পবর্তমালার পাদদেশে অবস্থিত প্যারাডাইস শহরটি অবসরপ্রাপ্ত ব্যক্তিদের কাছে খুবই জনপ্রিয়। সংবাদসূত্র : এএফপি অনলাইন