গ্রেপ্তার স্টমির্র আইনজীবী অ্যাভেনাত্তি, পরে জামিন

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আইনজীবী মিখায়েল অ্যাভেনাত্তি
নারী নিযার্তনের অভিযোগে মাকির্ন তারকা আইনজীবী মিখায়েল অ্যাভেনাত্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আইনি লড়াইয়ে লিপ্ত প্রাপ্তবয়স্কদের জন্য নিমির্ত চলচ্চিত্র (পনোর্) তারকা স্টমির্ ড্যানিয়েলসের আইনজীবী। লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ টুইটারে জানায়, এই তারকা আইনজীবীকে বুধবার বিকালে গ্রেপ্তার করা হয়। তবে পরে ৫০ হাজার মাকির্ন ডলারের মুচলেকা নিয়ে তাকে জামিন দেয়া হয়েছে। এদিকে, এক বিবৃতিতে ৪৭ বছর বয়সী এই আইনজীবী নিজেকে নিদোর্ষ দাবি করেন। তিনি বলেন, ‘আমি জীবনে কখনোই কাউকে শারীরিকভাবে নিযার্তন করিনি। গতরাতেও না।’ তার সুনাম ক্ষুণœ করার জন্যই এই অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি। মঙ্গলবার রাতে অজ্ঞাত পরিচয়ের এক নারীর সঙ্গে মিখায়েলের ঝগড়া হয় বলে সেলিব্রিটি ওয়েবসাইট ‘টিএমজেড’ জানিয়েছে। ওই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ওয়েবসাইটটি প্রাথমিকভাবে ওই নারীকে মিখায়েলের স্ত্রী লিসা স্টোরি অ্যাভেনাত্তি বলে জানিয়েছিল। কিন্তু তার স্ত্রী জানান, মিখায়েল কখনোই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেননি। সংবাদসূত্র: এএফপি অনলাইন