ক্যালিফোনির্য়ায় দাবানল

নিহতের সংখ্যা বেড়ে ৬৬, নিখেঁাজ ৬৩১

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়ায় শত শত ঘরবাড়ি ও বনাঞ্চল পুড়ে ছারখার হয়ে গেছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া দেশটির ইতিহাসের অন্যতম প্রাণঘাতী দাবানলে প্যারাডাইস শহরের এই এলাকাটিও দাবানলের করালগ্রাসে ‘ভুতুড়ে জনপদে’ পরিণত হয়েছে Ñডেইলি মেইল
যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়ায় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৬৬ হয়েছে বলে জানিয়েছে কতৃর্পক্ষ। নিখেঁাজের সংখ্যাও ৬০০ ছাড়িয়ে গেছে। পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে এখন বেশ কয়েকটি দাবানল সক্রিয়। এর মধ্যে কেবল ‘ক্যাম্প ফায়ার’ অগ্নিকাÐেই ৬৩ জন নিহত হয়েছেন। আর দক্ষিণের ‘উলসি ফায়ারে’ মারা গেছেন তিন জন। সংবাদসূত্র : বিবিসি সপ্তাহখানেক আগে শুরু হওয়া এই দাবানল এরই মধ্যে প্রায় ১২ হাজার ঘরবাড়িকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। বুটে কাউন্টির শেরিফ কোরে হোনিয়া জানান, দাবানলের কারণে সৃষ্ট ভয়াবহ মাত্রার বিশৃঙ্খলা মোকাবেলায় দমকমকমীের্দর হিমশিম খেতে হচ্ছে। যে কারণে নিখেঁাজের সত্যিকার তথ্য নিশ্চিত হওয়া যাচ্ছে না। এর মধ্যেও অন্তত ৬৩১ জনের খেঁাজ পাওয়া যাচ্ছে না। দাবানল নিয়ন্ত্রণে আনতে অঙ্গরাজ্যজুড়ে প্রায় সাড়ে ৯ হাজার অগ্নিনিবার্পণ কমীর্ কাজ করছেন। ক্যালিফোনির্য়ার দমকল বিভাগ জানিয়েছে, তারা আগুনের মাত্র ৪০ শতাংশকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে। তবে দমকা হাওয়ার কারণে আগ্রাসী ‘ক্যাম্প ফায়ার’ তীব্র বেগে উত্তরের দিকে এগিয়ে যাওয়ায় অনেক এলাকার বাসিন্দারা জরুরি জিনিসপত্র নিয়ে সরে আসারও সময় পাচ্ছেন না।