গান্ধী পরিবারের বাইরে কংগ্রেস কাউকে সভাপতি করুক

ছত্তিশগড়ে চ্যালেঞ্জ মোদির

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন, ‘সাহস থাকলে গান্ধী পরিবারের বাইরে কাউকে পঁাচ বছরের জন্য দলের সভাপতি করে দেখাক, তাহলেই বুঝব নেহরু সত্যিই একটি গণতান্ত্রিক দল তৈরি করেছেন।’ সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস দেশটির ছত্তিশগড়ে নিবার্চনী প্রচারে গিয়ে শুক্রবার অম্বিকাপুরের নিবার্চনী জনসভা থেকে পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে তুলাধুনা করেন তিনি। তীব্র কটাক্ষের সুরে তিনি বলেন, ‘কংগ্রেসের সমস্যা হলোÑ ওরা গান্ধী পরিবারের বাইরে কাউকে ক্ষমতার কেন্দ্রে আসতে দিতে চায় না। আমি ওদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি।’ এই জনসভা থেকেই মোদি কংগ্রেসকে ভোট না দেয়ার আহŸান জানান। তিনি বলেন, ‘একজন চা-ওয়ালাকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে পারছে না কংগ্রেস। এতগুলো নিবার্চনে তারা হেরেছে, সেগুলোও মেনে নিতে পারছে না।’ সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে কংগ্রেস নেতা শশী থারুরের মন্তব্য ছিল, ‘একজন চা বিক্রেতা আজ ভারতের প্রধানমন্ত্রী হতে পেরেছেন, কারণ পÐিত নেহরু সেই প্রাতিষ্ঠানিক পরিকাঠামো তৈরি করেছিলেন। যাতে যেকোনো ভারতীয়ই সবোর্চ্চ আসন পযর্ন্ত পেঁৗছতে পারেন।’