সাংবাদিকরা শালীন না হলে সংবাদ সম্মেলন বজর্ন :ট্রাম্প

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আদালতের নিদেের্শ ‘সিএনএন’ সাংবাদিকের হোয়াইট হাউস পাস ফিরিয়ে দেয়ার পরের প্রতিক্রিয়া হিসেবে সাংবাদিকরা শালীনতা বজায় না রাখলে ভবিষ্যতে সংবাদ সম্মেলন বজের্নর হুমকি দিয়েছেন ট্রাম্প। আদালতের রায়কে বড় কোনো বিষয় নয় বলেও মন্তব্য করেছেন তিনি। মানুষকে আচরণ জানতে হবে মন্তব্য করে ট্রাম্প জানান, তার কমর্কতার্রা সংবাদমাধ্যমের জন্য ‘নিয়মনীতি লেখার কাজ করছেন’। সংবাদসূত্র: বিবিসি ট্রাম্পের সঙ্গে বাদানুবাদের জেরে হোয়াইট হাউসে প্রবেশ পাস হারান সিএনএনের সাংবাদিক। গত ৭ নভেম্বর বুধবার হোয়াউট হাউসে মাকির্ন মধ্যবতীর্ নিবার্চন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বাদানুবাদে জড়ান সিএনএনের প্রতিবেদক জিম অ্যাকোস্টা। এর জের ধরে কেড়ে নেয়া তার হোয়াইট হাউসে প্রবেশের পাস। আদালতে মামলা দায়েরের পর শুক্রবারের মধ্যে তাকে পাস ফিরিয়ে দেয়ার আদেশ দেন বিচারক টিমোথি জে. কেলি। ওই আদেশের পর এক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এটা বড় কোনো বিষয় নয়। ট্রাম্প বলেন, ‘সাংবাদিকরা যদি নিয়মকানুন না মানেন, তাহলে আমরা আদালতে যাব, আর জিতব। তবে সবচেয়ে গুরুত্বপূণর্ হলো আমরা সংবাদ সম্মেলন ছেড়ে যাব, আর তখন আপনারা খুশি হবেন না।’ তিনি বলেন, আপনি তিন-চারটি প্রশ্ন নিতে পারেন না, আর দঁাড়িয়েই থাকবেন বসবেন না, এটা হতে পারে না। শালীনতা। আপনাকে শালীনতার অনুশীলন করতে হবে।’