শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমিরাতে হুতিদের ড্রোন হামলা :তিন জন নিহত

ম যাযাদি ডেস্ক
  ১৮ জানুয়ারি ২০২২, ০০:০০

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। সোমবারের এই বিস্ফোরণে আরও ছয়জন আহত এবং আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নির্মাণ স্থাপনায় অগ্নিকান্ড ঘটেছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি আমিরাতে ড্রোন হামলা চালানোর দাবির পর আবুধাবি কর্তৃপক্ষ এই হতাহত এবং অগ্নিকান্ডের তথ্য নিশ্চিত করেছে। সংবাদসূত্র : আল-জাজিরা

পুলিশ জানায়, এদিন সকালে শহরে জোড়া অগ্নিকান্ড ঘটে। বিমানবন্দরে জ্বালানি সরবরাহকারী তেলের তিনটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটে। আবার বিমানবন্দরের ভেতরে নির্মাণাধীন একটি ভবনে আগুন ধরে যায়। ড্রোন হামলার জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ।

সৌদিপন্থি জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আমিরাত। যারা ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ২০১৫ সালের শুরুর দিকে হুতিরা ইয়েমেনের রাজধানী দখল করে নেয়। তারপর থেকেই হুতিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে আরব আমিরাত। হুতিদের এই হামলার পর সেই সংঘর্ষের তীব্রতা আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

উলেস্নখ্য, ২০১৯ সালে ১৪ সেপ্টেম্বর একইভাবে আমিরাতের দু'টি তেলের খনিতে হামলা চালিয়েছিল এই হুতি গোষ্ঠী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে