বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র-কানাডা

নতুনধারা
  ১৮ জানুয়ারি ২০২২, ০০:০০

যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য ও কানাডার অন্টারিও প্রদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তুষারঝড়ে বিপর্যয়ের মধ্যে পড়েছেন অন্তত ৮ কোটি মানুষ। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় দেড় লাখ মানুষ বর্তমানে বিদু্যৎবিচ্ছিন্ন অবস্থায় আছেন। উদ্ভূত পরিস্থিতিতে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও তুষারঝড়ে এক ফুটের বেশি পুরু তুষারের স্তরে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও নিউ ইয়র্ক ও কানেকটিকাট অঙ্গরাজ্যের বেশ কিছু স্থান। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সীমান্তঘেঁষা কানাডার অন্টারিও প্রদেশেও ঝড় ও ব্যাপক তুষারপাত শুরু হয়েছে। প্রাদেশিক রাজধানী ও কানাডার বৃহত্তম শহর টরন্টো গত ২৪ ঘণ্টার তুষারপাতে সাত ইঞ্চি পুরু তুষারের স্তরে ঢেকে গেছে। ছবিটি সোমবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা থেকে তোলা -বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে