মুসলমান হওয়ার কারণে মন্ত্রিত্ব হারিয়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এক এমপি। 'সানডে টাইমস'কে দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগ করেছেন নুসরাত ঘানি নামের ওই আইনপ্রণেতা।
২০১৮ সালে বরিস জনসন সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী করা হয় নুসরাতকে। ২০২০ সালের ফেব্রম্নয়ারিতে মন্ত্রিসভার রদবদলের সময় তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
নুসরাত বলেন, মন্ত্রিসভার রদবদল নিয়ে আলোচনার সময় সরকারি দলের এক হুইপ তাকে জানিয়েছিলেন, তার মুসলমান হওয়াটা সমস্যা হিসেবে উপস্থাপন করা হয়েছিল।
তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করার জন্য 'অস্থির' হলে তাকে 'বহিষ্কার করা হবে এবং তার ক্যারিয়ার ও খ্যাতি ধ্বংস হবে' বলে জানানোর পর তিনি বিষয়টি বাদ দিয়েছিলেন। অভিযোগের তীর যার দিকে, সেই হুইপ মার্ক স্পেন্সার এক টুইটে নুসরাতের অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদসূত্র : বিবিসি
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd