ক্যালিফোনির্য়ার দাবানল

পরিদশের্ন গিয়ে ট্রাম্প বললেন, জলবায়ু নয় ব্যবস্থাপনা দায়ী

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ক্যালিফোনির্য়া অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ও ধ্বংসাত্মক দাবানলের ক্ষয়ক্ষতি দেখতে শনিবার অঙ্গরাজ্যটি সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ক্যাম্প ফায়ার’ নামের ক্যালিফোনির্য়ার উত্তরাঞ্চলের দাবানলটিতে এখন পযর্ন্ত অন্তত ৭৬ জন নিহত হয়েছেন এবং ১২৭৬ জন নিখেঁাজ রয়েছেন। তবে নিখেঁাজের সংখ্যাটি পরিবতির্ত হতে পারে। সংবাদসূত্র : বিবিসি দাবানলে ধ্বংস হয়ে যাওয়া প্যারাডাইস শহরে গিয়ে ধ্বংসযজ্ঞ দেখে ‘দুঃখ’ পেয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। কিন্তু জলবায়ু পরিবতর্ন নয়, দুবর্ল বন ব্যবস্থাপনার কারণেই এসব ঘটেছে বলে নিজের বিতকির্ত অভিযোগ ফের তুলেছেন। প্যারাডাইস শহরে দঁাড়িয়ে তিনি বলেন, ‘ব্যবস্থাপনার রক্ষাণাবেক্ষণও করতে হবে আমাদের, পরিবেশ নিয়ে কাজ করা গোষ্ঠীগুলোর সঙ্গেও আমাদের কাজ করতে হবে। আমার মনে হয় না এই পরিসরে এটি আর হবে।’ ট্রাম্প ‘দুবর্ল বন ব্যবস্থাপনাকে’ দোষারোপ করলেও বিশেষজ্ঞরা দাবানলের প্রধান কারণ হিসেবে আবহাওয়া, জলবায়ু পরিবতর্ন ও জনসংখ্যার পরিবতর্নকে দায়ী করছেন।