সিরিয়ায় মাকির্ন জোটের বিমান হামলায় নিহত ৪০ বেসামরিক

আইএসের সব শেষ ঘঁাটি নিয়ন্ত্রণে সিরীয় বাহিনীর

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ইরাক সীমান্তের কাছে সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রিত অবশিষ্ট একটি এলাকায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটবাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪০ জন বেসামরিক নিহত হয়েছেন। শনিবার ফোরাত নদীর পূবর্তীরের হাজিনের কাছে বুকান এলাকায় চালানো হামলায় তারা নিহত হন বলে জানিয়েছে আইএস জঙ্গি ও স্থানীয় কিছু বাসিন্দারা। এদিকে, সিরিয়ার সেনাবাহিনী দেশটির দক্ষিণে আইএসের সবের্শষ ঘঁাটির নিয়ন্ত্রণ নিয়েছে। সংবাদসূত্র : রয়টাসর্, পাসর্ টুডে জোটবাহিনীর হামলা প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র বুকানে হামলার কথা নিশ্চিত করলেও সেখানে বেসামরিক হতাহতের কথা অস্বীকার করেছেন। জোটের মুখপাত্র কনের্ল সিন রায়ান বলেছেন, ‘বেসামরিক হতাহত এড়ানোর জন্য জোট আইএস জঙ্গিদের শনাক্তে ও সঠিক লক্ষ্যে হামলা চালাতে অত্যন্ত সতকর্র্তা অবলম্বন করে।’ তবে আইএসের বাতার্ সংস্থা ‘আমাক’ একটি মেডিকেল সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বাতার্ সংস্থাও ওই হামলায় বহু বেসামরিক নিহত হওয়ার কথা জানিয়েছে। ওই এলাকায় থাকা পরিবারগুলোর স্বজনরা ও সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত দুই সপ্তাহে হাজিন ও এর আশপাশের এলাকাগুলোতে মাকির্ন জোটের বিমান হামলায় কয়েক ডজন লোক নিহত হয়েছে। এক সপ্তাহ আগে মাকির্ন জোটের এ ধরনের একটি বিমান হামলার বিষয়ে জাতিসংঘের কাছে প্রতিবাদ জানিয়েছিল সিরিয়ার সরকার। হাজিনে আইএসের বিরুদ্ধে চালানো ওই হামলায় ২৬ জন বেসামরিক নিহত হয়। গত বছর সিরিয়ায় তাদের সদরদপ্তর রাকায় আইএস জঙ্গিরা মাকির্ন জোটবাহিনী ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোসের্র (এসডিএফ) যৌথবাহিনীর কাছে পরাজিত হয়েছিল। রাকা থেকে বিতাড়িত হয়ে ইরাক সীমান্তের হাজিন ও এর পাশ্বর্বতীর্ এলাকাগুলোতে অবস্থান নিয়ে আছে অবশিষ্ট আইএস বাহিনী। সিরিয়ার এই শেষ অবস্থান থেকে জঙ্গিগোষ্ঠীটিকে হটাতে চ‚ড়ান্ত অভিযানে রয়েছে মাকির্ন নেতৃত্বাধীন যৌথবাহিনী। আইএসের সবশেষ ঘঁাটির নিয়ন্ত্রণ এদিকে, যুক্তরাজ্য-ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী শনিবার রাজধানী দামেস্ক এবং সোয়েদা প্রদেশের মাঝামাঝি স্থানে অবস্থিত তুলুল আল-সাফা পাবর্ত্য এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। আইএস জঙ্গিরা তুলুল আল-সাফা এলাকা থেকে বাদিয়া মরুভ‚মির দিকে সরে যাওয়ায় সিরিয়ার সেনাবাহিনীর এই নতুন বিজয় এসেছে বলে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে। তুলুল আল-সাফা এলাকায় সিরিয়ার সেনাবাহিনীর অগ্রাভিযানের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকারি বাতার্ সংস্থা ‘সানা’। সিরিয়ার সেনা ইউনিট এখন সেখানে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের সন্ধানে অভিযান চালাচ্ছে।