লোকসভায় রাহুলের হাত ধরতে নারাজ অখিলেশ!

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতে লোকসভা নিবার্চন যত এগিয়ে আসছে, ততই ফিকে হচ্ছে বিজেপিবিরোধী মহাজোটের সম্ভাবনা? এই প্রশ্নটি তুলে ধরলেন সমাজবাদী পাটির্র (সপা) প্রধান অখিলেশ যাদব। সংবাদসূত্র: ইনডিয়ান এক্সপ্রেস একদিকে যখন চন্দ্রবাবু-মমতারা মহাজোট গঠনের পরিকল্পনায় ব্যস্ত, ঠিক তখনই লোকসভায় কংগ্রসের সঙ্গে জোট না করার ইঙ্গিত দিলেন অখিলেশ। তার সাফ কথা, লোকসভার আগে পঁাচ রাজ্যের ভোটে সমাজবাদী পাটিের্ক শেষ করে দিতে চাইছে কংগ্রেস। এভাবে চলতে থাকলে লোকসভায় জোট হবে কি না, তা নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা শুরু করার সময় এসেছে। এদিকে, অখিলেশের মন্তব্যে কংগ্রেস অস্বস্তিতে পড়েছে। যদিও, লোকসভায় সপাকে পাশে পাওয়ার ব্যাপারে পুরোপুরি আশাবাদী কংগ্রেস। আসন্ন লোকসভার আলোকে পঁাচ রাজ্যের বিধানসভা ভোট অত্যন্ত গুরুত্বপূণর্। আর এই পঁাচটি রাজ্যেই বেশ শক্তিশালী কংগ্রেস। সে তুলনায় সমাজবাদী পাটির্ তথা মায়াবতীর বহুজন সমাজ পাটির্র শক্তি নগণ্য। তাই দলগুলো যে পরিমাণ আসন প্রত্যাশা করছিল, কংগ্রেস তা দিতে রাজি হয়নি। ফলে আসন সমঝোতা হয়নি কোনো রাজ্যেই। মায়াবতী মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে অন্য আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোট করে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। একই পথে হঁাটছেন অখিলেশও।