বিশ্বনেতাদের বিবৃতি ছাড়াই শেষ অ্যাপেক সম্মেলন

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
কোনো ধরনের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই শেষ হলো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অথৈর্নতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলন। রোববার পাপুয়া নিউ গিনিতে শেষ হওয়া সম্মেলনে প্রথমবারের মতো প্রথা ভেঙে অংশগ্রহণকারী দেশগুলোর নেতারা কোনো বিবৃতি দেননি। সংবাদসূত্র : বিবিসি এর আগে শনিবার শুরু হওয়া অ্যাপেক সম্মেলনে বাগ্যুদ্ধে জড়িয়ে পড়ে চীন ও যুক্তরাষ্ট্র। এর জেরেই শেষ পযর্ন্ত অংশগ্রহণকারীরা বিবৃতি দেয়া থেকে বিরত থাকেন। তবে পাপুয়া নিউ গিনির প্রেসিডেন্ট পিটার ও’নেইল জানিয়েছেন, অ্যাপেক চেয়ারম্যানের পক্ষ থেকে আনুষ্ঠানিক একটি বিবৃতি দেয়া হবে। শনিবার সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা আগে’ নীতির সমালোচনা করেন। তিনি বলেন, যেসব দেশ সংরক্ষণবাদ নীতি গ্রহণ করেছে, তারা শেষ পযর্ন্ত ব্যথর্তার কবর রচনা করেছে। তার বক্তব্যের পরই মাকির্ন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, চীন অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুযোগ-সুবিধা আদায় করেছে। সেই দিন এখন পেরিয়ে গেছে। তাই চীনা পণ্যের ওপর দ্বিগুণের বেশি কর আরোপ করা হবে। সম্মেলনে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমাতে পাপুয়া নিউ গিনিতে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে নৌঘঁাটি নিমাের্ণরও ঘোষণা দেন পেন্স।