নিখেঁাজের এক বছর পর ডুবোজাহাজের সন্ধান

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
এক বছর আগে ৪৪ ক্রু নিয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে হারিয়ে যাওয়া ডুবোজাহাজ (সাবমেরিন) ‘এআরএ সান হুয়ান’র সন্ধান পাওয়া গেছে। শুক্রবার দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে এক টুইটে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে পানির দুই হাজার ৬২০ ফুট তলদেশে ডুবোজাহাজটির সন্ধান পাওয়ার খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি ডুবোজাহাজটিকে শনাক্ত করেছে বলে ওই টুইটে জানানো হয়। ২০১৭ সালের ১৫ নভেম্বর পাতাগোনিয় উপক‚ল থেকে ৪৩২ কিলোমিটার দূরে আটলান্টিক সাগরের দক্ষিণাঞ্চল থেকে শেষবার সঙ্কেত পাঠিয়েছিল ডুবোজাহাজটি। ডুবোজাহাজটির ‘স্নরকেল’ দিয়ে পানি ঢুকছে এমন খবর পাওয়ার পর ওইদিন সেটিকে ‘মার দেল প্লাতা’ নৌঘঁাটিতে ফেরত আসার নিদের্শ দেয়া হয়েছিল। ওই সময় ডুবোজাহাজটিতে সাত দিন চলার মতো অক্সিজেন ছিল। নিখেঁাজ হওয়ার পর দুই সপ্তাহ ধরে আজেির্ন্টনার নৌবাহিনী সাগরের তলদেশে সেটির অনুসন্ধান চালায়। সে সময় জাহাজটি থেকে স্যাটেলাইট সংকেত পাওয়ার কথাও জানিয়েছিল তারা। কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও সেটির আর কোনো খেঁাজ পেতে ব্যথর্ হওয়ায় এবং ক্রুদের বেঁচে থাকার সব সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় নৌবাহিনী অনুসন্ধান কাজের সমাপ্তি ঘোষণা করে। সংবাদসূত্র : রয়টাসর্