ভারতের হায়দরাবাদ

নো পাকির্ংয়ে গাড়ি, জরিমানা গুনলেন ট্রাফিকের বড়কতার্

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ট্রাফিক আইন ভঙ্গে সাধারণের জন্য জরিমানা গোনার ঘটনা নতুন না হলেও একই কারণে ট্রাফিকেরই কোনো বড় কমর্কতার্র জরিমানা হলে সেটা হবে বিস্ময়ের। বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদে এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন শহরের অতিরিক্ত ট্রাফিক পুলিশ কমিশনার অনিল কুমার। হায়দরাবাদের একটি থানার কাছে ‘নো পাকির্ং জোনে’ গাড়ি রেখে তিনি ২৩৫ রুপি জরিমানা গুনেছেন। অনিল অবশ্য নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। বলেছেন, তার চালক যে গাড়ি যে ‘নো-পাকির্ং জোনে’ পাকর্ করেছে, সেটা তিনি জানতেন না। পাকির্ং করা যাবে নাÑ এমন স্থানে অনিলের গাড়ির ছবি পথচারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার পাশাপাশি আইন লঙ্ঘনের দায়ে ট্রাফিক পুলিশ তাদের বড়কতাের্ক জরিমানা করতে পারে কিনা, এ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলে ঘটনাটি কতৃর্পক্ষ ও স্থানীয় গণমাধ্যমের নজরে আসে। বাধ্য হয়ে ট্রাফিক কতৃর্পক্ষ আইন লঙ্ঘনের অভিযোগে নিজেদের কমর্কতাের্কই জরিমানা করে। সংবাদসূত্র : এএনআই, এনডিটিভি