রাজনীতিতে ‘ইউ-টানর্’

হিটলারের উদাহরণ টানলেন পাক প্রধানমন্ত্রী ইমরান

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
পরিস্থিতির দাবি অনুযায়ী, যে নেতারা ‘ইউ-টানর্’ নেন না, তারা ‘প্রকৃত নেতা না’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আর এ কথা বলতে গিয়ে হিটলারের উদাহরণ টেনে সমালোচনার মুখে পড়েছেন তিনি। শুক্রবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইমরান বলেন, ‘হিটলার ও নেপোলিয়ন (বোনাপাটর্) ইউ-টানর্ না নেয়ায় ভীষণভাবে পরাজিত হয়েছিলেন, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ইমরান বলেন, ‘আপনি যদি হঁাটতে থাকেন, আর সামনে একটি দেয়াল পড়ে, তখন আপনাকে রাস্তা পরিবতর্ন করে বিকল্প পথ খুঁজতে হবে। কীভাবে ইউ-টানর্ নিতে হয় যে নেতা জানেন না, তিনি সফল হন না। ইমরানের এই মন্তব্যের তীব্র সমালোচনা হয়েছে। পাকিস্তান পিপলস পাটির্র (পিপিপি) নেতা খুরশিদ শাহ ইমরানকে কটাক্ষ করে বলেছেন, ‘তিনি হিটলার এবং ক্ষতি এড়াতে সেই ইউ-টানর্ নিয়েই যাচ্ছেন।’ তিনি মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী একটি বাতার্ দিচ্ছেন যে, হিটলার হেরেছে, কারণ সে ইউ-টানর্ নেয়নি, নিলে সে সফল হতো। সংবাদসূত্র : এনডিটিভি