দিল্লির মুখ্যমন্ত্রীর মুখে মরিচের গুঁড়া নিক্ষেপ

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুখে এবার গুঁড়া মরিচ নিক্ষেপ করেছে এক ব্যক্তি। মঙ্গলবার দিল্লি শহরের সবচেয়ে সুরক্ষিত ভবনগুলোর একটি দিল্লি সচিবালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাটি পর গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে। সংবাদসূত্র : এনডিটিভি দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এদিন আম আদমি পাটির্র (আপ) প্রধান ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পা ছুঁয়ে প্রণাম করছিলেন ৪০ বছর বয়সী এক ব্যক্তি। এরপর আকস্মিকভাকে হাতে লুকিয়ে রাখা মরিচের গুঁড়া কেজরিওয়ালের মুখে ছুড়ে মারেন তিনি। হামলাকারীর নাম অনিল কুমার শমার্। তাকে ঘটনার পরপরই গ্রেপ্তার করে পুলিশ। কী কারণে মুখ্যমন্ত্রীর ওপর তিনি মরিচ ছিটিয়েছেন, তা জানতে অনিলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আম আদমি পাটির্র বিধায়ক অলকা লম্বা জানান, ঘটনার সময় কেজরিওয়াল কেজরিওয়াল একটি বৈঠক শেষ করে দুপুরের খাবার খেতে বের হচ্ছিলেন। তিনি অভিযোগ করে বলেন, বিজেপির কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন দিল্লির পুলিশের ব্যথর্তার কারণেই এটি ঘটেছে। মুখ্যমন্ত্রী নিরাপত্তা দিতে তারা সম্পূণর্ ব্যথর্। বিজেপির নিদেের্শ এসব অসামাজিক লোকদেরকে সচিবালয়ে ঢুকতে দিচ্ছে পুলিশ, অভিযোগ তার।