ট্রাম্পের সঙ্গে কথা কাটাকাটি :অনুমতিপত্র পেলেন সাংবাদিক

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগ্যুদ্ধে জড়ানো সিএনএনের প্রতিবেদক জিম অ্যাকোস্টার ‘প্রেস ক্রেডেন্সিয়াল’ পুনবর্হাল করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। অ্যাকোস্টার অনুমতিপত্র ফিরিয়ে দিতে ওয়াশিংটন ডিসির এক বিচারকের আদেশের দিন কয়েকের মধ্যে হোয়াইট হাউস তার আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল। সংবাদসূত্র : বিবিসি গত সোমবার হোয়াইট হাউস সাংবাদিক প্রতি একটি করে প্রশ্ন করার বিধান রেখে ‘ভবিষ্যৎ সংবাদ সম্মেলন পরিচালনার নিয়ম’ও জারি করেছে। কোনো সাংবাদিক সম্পূরক প্রশ্ন করার সুযোগ পাবেন কিনা তা ‘প্রেসিডেন্ট বা সংবাদ সম্মেলনে অংশ নেয়া হোয়াইট হাউসের কমর্কতাের্দর বিবেচনার ওপর’ ছেড়ে দেয়া হয়েছে বলেও অ্যাকোস্টাকে লেখা এক চিঠিতে জানিয়েছে তারা। হোয়াইট হাউস বলছে, অনুমতিপত্র ফিরে পাওয়া সাংবাদিক নতুন নিয়মকানুন না মানলে তার বিরুদ্ধে ফের ব্যবস্থা নেয়া হবে। এর আগে সাংবাদিকরা ‘অনুষ্ঠানের নিয়মশৃঙ্খলা’ মেনে না চললে ভবিষ্যতের সংবাদ সম্মেলনগুলো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। গত ৮ নভেম্বরের সংবাদ সম্মেলনে মধ্য আমেরিকা থেকে অভিবাসীদের একটি বহর যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে আসছে, এ সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের এক বিবৃতি চ্যালেঞ্জ করার পর অ্যাকোস্টাকে অপমান করেন ট্রাম্প।